আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

Logo
আত্মগোপনে থাকা গৌরনদীর হারিছ ঢাকায় গ্রেপ্তার

আত্মগোপনে থাকা গৌরনদীর হারিছ ঢাকায় গ্রেপ্তার

আত্মগোপনে থাকা গৌরনদীর হারিছ ঢাকায় গ্রেপ্তার

পল্লী জনপদ ডেস্ক ॥

আ’লীগ শাসনামলের প্রভাবশালী নেতা সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর, ২০২৪) সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান, হারিছের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। মঙ্গলবার সকালে ঢাকার রামপুরা আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বরিশালে নিয়ে আসা হয়েছে।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon