আজ সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রয়টার্সকে নাহিদ : অস্থিরতার কারণে এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে অর্থপাচার মামলায় তারেক রহমান বন্ধু মামুনসহ খালাস পলাতক একটা দল সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য : ড. ইউনূস মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হওয়া আবরার ফাহাদের আত্মত্যাগের স্বীকৃতি : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাসের রায় বহাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ : নেতৃত্বে নাহিদ ও আখতার বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আর নেই খরচ ও সময় বাঁচাতে স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব সংস্কার কমিশনের তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ জাতিসংঘের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হবে : চিফ প্রসিকিউটর
একাদশ সংসদ নির্বাচনে ২৯০ সংসদ সদস্যের শপথ নিয়ে লিভ টু আপিলের ওপর শুনানি শুরু

একাদশ সংসদ নির্বাচনে ২৯০ সংসদ সদস্যের শপথ নিয়ে লিভ টু আপিলের ওপর শুনানি শুরু

 

একাদশ সংসদ নির্বাচনে ২৯০ সংসদ সদস্যের শপথ নিয়ে লিভ টু আপিলের ওপর শুনানি শুরু

পল্লী জনপদ ডেস্ক॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের শপথ নেয়া ও পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আনা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি আজ শুরু হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি গ্রহণ শুরু হয়। লিভ টু আপিলকারীর আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিটটি দায়ের করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে রিটে দাবি করা হয়।

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এই সিদ্ধান্তের বিষয়ে একই বছর লিভ টু আপিল করেন রিট আবেদনকারী।
লিভ টু আপিল গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যতালিকায় ওঠে। সেদিন চেম্বার কোর্ট লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। গত ২৩ জুলাই লিভ টু আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার ১ নম্বরে ছিল। বৃহস্পতিবার (২৭ জুলাই) শুনানিতে লিভ টু আপিলকারীর আইনজীবী এ এম মাহবুব উদ্দিন হাইকোর্টের দেয়া রায় পড়ে শোনান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন। এরপর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon