আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করেছেন মন্ত্রীর পদমর্যাদায় থাকা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।
শুক্রবার বিকেলে গৌরনদী পৌরসভার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান। সভায় সাত ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশগ্রহন করেন।