আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
গৌরনদীতে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নয়ন তালুকদার (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত নয়ন ওই গ্রামের নুর ইসলাম তালুকদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, চাচির সাথে সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমান করে মঙ্গলবার ভোরে নিজঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে নয়ন। গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।