আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
গৌরনদীতে গৃহবধুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলার গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে শম্পা দাস (৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সন্তানের জননী নিহত শম্পা উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের উজ্জল দাসের স্ত্রী।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য হোসেন বেপারী জানান, পারিবারিক কলহের জেরধরে শনিবার সন্ধ্যায় ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শম্পা। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।