আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
গৌরনদীতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ও বার্থী বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রির দায়ে টরকী বন্দরের তিন ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার এবং নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রীম বিক্রির দায়ে বার্থী বাজারের দুই কসমেটিক্স ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী।