আজ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
বরিশালের গৌরনদী ও কালকিনি উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে হাম, নাত, রচনা, আবৃত্তি ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেগম শামসুন্নাহার মেমোরিয়াল স্কলারশিপের আয়োজনে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে টরর্কী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির প্রফেসর মোঃ ফয়েজ শাহ্।
মেমোরিয়ালের সভাপতি ম.স.ম আরিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, এইচএম মানিক হাসান, নুরুল আমীন আলম মোল্লা, মোঃ আব্দুল হাই, আব্দুল মালেক সহ অন্যান্যরা। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।