আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

Logo
ঝালকাঠি জেলা প্রশাসনকে নাগরিক ফোরামের কৃতজ্ঞতা

ঝালকাঠি জেলা প্রশাসনকে নাগরিক ফোরামের কৃতজ্ঞতা

 

ঝালকাঠি জেলা প্রশাসনকে নাগরিক ফোরামের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক ॥

নাগরিক স্বার্থরক্ষায় জেলা প্রশাসক শহরের থানার খালের দুটি বাঁধ খুলে দেওয়ায় ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম নিজে সরেজমিনে উপস্থিত থেকে খালের দুটি বাঁধ খুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন এনডিসি, ম্যাজিস্ট্রেটসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তাগন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে থানার খালটি দু’পাশের কিছু বসতিরা দখল ও ভরাট করে খালটির অধিকাংশ সংকুচিত করে ফেলে। পৌর কর্তৃপক্ষ জনস্বার্থের কথা চিন্তা না করে এককালের ঐতিহ্যবাহী খরস্রোতা থানার খালকে ডিপড্রেন করার সরকারি প্রকল্প গ্রহন করে।

সম্প্রতি খালটিতে ডিপড্রেনের কাজ শুরু করায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে জেলা প্রশাসক নাগরিক স্বার্থে ডিপড্রেনের কাজ স্থগিত করে খালরক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। জেলা প্রশাসকের এমন উদ্যোগকে বিভিন্ন স্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon