আজ বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

Logo
দুবাইতে আগৈলঝাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

দুবাইতে আগৈলঝাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

 

দুবাইতে আগৈলঝাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক॥

দুবাইতে কর্মরত অবস্থায় শফিক হাওলাদার (৩০) নামের এক বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শফিক বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার শাহে আলম হাওলাদারের ছেলে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম রাসেল জানান, গত ১৫ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে দুবাইতে পারি জমায় শফিক। সে (শফিক) দুবাইয়ের রাস আল খাইমাহ’তে আল ব্রাজিল তুরুতিয়া নামের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার দুপুরে কাজের সময় ভাইভ্রেটর মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার (শফিক) মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, আড়াই বছরের একটি অবুঝ সন্তান, মাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। নিহত প্রবাসী শফিকের মরদেহ দ্রুত দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon