আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
পল্লী জনপদ ডেস্ক॥
আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি কর্পােরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধা না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আজ রবিবার (১০ সেপ্টেম্বর, ২০২৩) সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি মা, স্ত্রী, ১ মেয়ে, ৩ ভাই, ৩ বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা সিএন্ডবি রোডস্থ নিজ কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বরিশাল মারকাজ জামে মসজিদ গোরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার জানিয়েছেন।
গতবছর তার ক্লোন ক্যান্সার ধরা পড়ে। এরপরে ঢাকা এবং ভারতের হাসপাতালে তাকে ২৮টি ক্যামো থেরাপি দেওয়া হয়।
উল্লেখ্য, তিনি বরিশাল মহানগর কলেজ ও পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, টিটিসি এবং টিটিসি লেন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছেন।