আজ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
নিখোঁজ শাহীনের ৫ দিনেও সন্ধান মেলেনি
নিজস্ব প্রতিবেদক ॥
নিখোঁজের প্রায় ৫ দিন অতিবাহিত হলেও বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা মোঃ শাহিন মোল্লার কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ মোঃ শাহিন মোল্লার বোন শিরিন আক্তার মুন্নি সোমবার (৩০ জানুয়ারী) রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার নং-১৭১৫। ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ মোঃ শাহিন মোল্লা, পিতার নাম মোঃ এনামুল হক, মায়ের নাম হেলেনা বেগম। রুপাতলী এলাকার এমএ খালেক সড়কের বাসিন্দা। গত ২৭ জানুয়ারী রাত ৯ টা ১০ মিনিটের সময় বাসা থেকে বাহির হওয়ার পর আর বাসায় ফেরেনি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
এদিকে, শিরিন আক্তার মুন্নি জানান, আমার ভাই শাহিন মোল্লা নিখোঁজ থাকায় এখন আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছি। তাকে ফিরে পেতে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।
কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে (০১৭১১১৮৫৮২৫, ০১৭১১৮৭৩১৬২) মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান।