আজ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
বরিশালে অগ্নিকান্ডে সাত বসত ঘর ভস্মিভূত
নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর নতুনবাজার আদি শ্মশান এলাকায় শনিবার (১১ মার্চ) ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই এলাকার নিরোদ বাড়ৈর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পরে। এতে নিরোদ বাড়ৈ, সেলিম, তপন, সুনীল, তরুন ঘোষ, কালু ও জামাল উদ্দিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।