আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
গৌরনদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ে কেন্দ্র ঘোষিত শান্তি সমাবেশের অংশহিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তারা বলেছেন, পেট্রোল বোমায় মানুষ মেরে আওয়ামী লীগ কখনও ক্ষমতায় আসার স্বপ্ন দেখেনি। জনগণের ভোটের মাধ্যমেই দ্বাদশ জাতীয় নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদীর বাটাজোর হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালুর সঞ্চালনায় শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার।