আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আয়ানের বাবা সালাউদ্দিন সেনাকল্যাণ সংস্থায় চাকরি করেন। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আয়ানের চাচা আলাউদ্দিন কারারক্ষী পদে চাকরির সুবাদে পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে থাকেন।
সে সুবাদে আয়ানের বাবাও একই কোয়ার্টারে থাকতেন। সোমবার সকালে শিশু আয়ান খেলতে গিয়ে পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর কোয়ার্টারের পুকুর থেকে শিশু আয়ানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা শিশু আয়ানকে মৃত বলে ঘোষণা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল।