আজ বুধবার, ১৬ Jul ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
তারেক-জুবাইদার মামলায় বিচার নিরপেক্ষ ছিল না : হাইকোর্ট মধ্যরাতে চরমোনাই দরবারে এনসিপির নাহিদসহ কেন্দ্রীয় নেতারা স্বচ্ছতায় ভূয়সী প্রশংসায় ভাসছেন ধর্ম উপদেষ্টা দাবি আদায়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফ্যাসিস্ট সরকার পালালেও দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি : শায়খে চরমোনাই বাকেরগঞ্জে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট! ঘটনাস্থলে জামায়াত নেতৃবৃন্দ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসুস্থ আইনজীবী খায়ের’র খোঁজ নিতে হাসপাতালে জামায়াতের জেলা আমীর মিটফোর্ডের ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা’ : চরমোনাই পীর রাজধানীতে নৃশংস হত্যার ঘটনায় ২ আসামি রিমান্ডে : বিএনপির ৩ অঙ্গ সংগঠনের ৫ জন বহিষ্কার
বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণের সময় রশি থেকে পরে শিক্ষার্থীর মৃত্যু

বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণের সময় রশি থেকে পরে শিক্ষার্থীর মৃত্যু

 

বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণের সময় রশি থেকে পরে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥

প্রশিক্ষণের সময় রশি থেকে পরে বরিশাল ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শেবাচিম হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যার দিকে আহত অবস্থায় আনার পর রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বরিশাল শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় জানান, মৃত সালমান রহমান জুবায়ের (১৫) বরিশাল ক্যাডেট কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র ছিলো। সালমান পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজী বিষয়ের বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। নামপ্রকাশ না করার শর্তে ক্যাডেট কলেজের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ নেওয়ার সময় অসাবধানতাবশত সালমান রশি থেকে পরে আহত হয়। এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি অফিসিয়াল ভাবে এখনও কেউ থানায় অবহিত করেননি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon