আজ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণের সময় রশি থেকে পরে শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥
প্রশিক্ষণের সময় রশি থেকে পরে বরিশাল ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শেবাচিম হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যার দিকে আহত অবস্থায় আনার পর রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বরিশাল শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় জানান, মৃত সালমান রহমান জুবায়ের (১৫) বরিশাল ক্যাডেট কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র ছিলো। সালমান পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজী বিষয়ের বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।
তিনি আরও জানান, সন্ধ্যার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। নামপ্রকাশ না করার শর্তে ক্যাডেট কলেজের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ নেওয়ার সময় অসাবধানতাবশত সালমান রশি থেকে পরে আহত হয়। এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি অফিসিয়াল ভাবে এখনও কেউ থানায় অবহিত করেননি।