আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডে এগিয়ে ভোলা

বরিশাল শিক্ষা বোর্ডে এগিয়ে ভোলা

 

বরিশাল শিক্ষা বোর্ডে এগিয়ে ভোলা

নিজস্ব প্রতিবেদক ॥

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ঘোষিত ফলাফলে এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। আর  জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী। বোর্ডে পাসের হারের দিক থেকে সবার শীর্ষে রয়েছে ভোলা জেলা, আর সর্বনিম্ন পটুয়াখালী জেলা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘোষিত ফলাফলের পরিসংখ্যান করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব চেয়ে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮৯ জন মানবিক বিভাগের শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাশাপাশি বরিশাল বোর্ডে এবার কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon