আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ, জাতীয় পার্টির এ্যাডভোকেট সেকেন্দার আলী সেরনিয়াবাত, জাকের পার্টির রিয়াজ মোর্শেদ জামান খান ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. তুহিন।
শনিবার সকালে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।