আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি-সম্পাদককে অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাজান মিয়াকে বরিশাল ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে। শনিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটি গত বৃহস্পতিবার (১১ মে) ঘোষণা করা হয়। এতে বরিশাল ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জালাল মিয়াকে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় বরিশাল ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের পক্ষথেকে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন’র সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিন্দন জানান।