আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ২

বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ২

 

বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক ॥

পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় নাফিস (১৬) এবং মারুফ (১৫) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল গ্রামে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আহত সিয়াম জানান, বুধবার (২২ মার্চ) ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন। স্কুলের পাশে ব্রিজের ওপর আসলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নবম শ্রেণির ছাত্র রায়হান (১৪), নাইম (১৪) সৈকত (১৩), হাসিবুল (১৪), নাঈমসহ (১৫) সংঘবদ্ধ একটি কিশোর গ্যাংয়ের সদস্যারা দশম শ্রেণির ছাত্র নাফিস (১৫), মারুফ (১৬) এবং সিয়ামকে (১৫) ছুরিকাঘাত করে। এতে নাফিস এবং মারুফ গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবণতি দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছার পর রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিরাজুল ইসলাম বলেন, নাফিস এবং মারুফের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সিয়ামের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জোরালো অভিযান চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই স্কুল ছাত্রের বাড়িতে শোকের মাতম বইছে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon