আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
ভোলায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলা জেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার (২৮ মে) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহীম খলীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।