আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
সড়কের ক্ষতি করায় লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় এলজিইডির সদ্য নির্মিত সড়ক বিনষ্ট করে ব্যক্তিগত কাজে নিজ বাড়িতে ভেক্যু প্রবেশ করানোর ঘটনায় বাড়ির মালিককে নগদ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নুসরাত ফাতিমা বলেন, ভেটেরিনারী বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের সামনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ খান সড়কের পাশের বাসিন্দা আব্দুল হালিম হাওলাদার বাড়িতে মাটি খননের উদ্দেশ্যে ভেক্যু মেশিন আনেন।
এ সময় বাড়ির সামনে মূল ফটকের উচ্চতার চেয়ে ভেক্যুর উচ্চতা বেশি হওয়ায় সামনে এলজিইডির সদ্য কার্পেটিং করা সড়ক বিনষ্ট করে বাড়িতে ভেক্যু প্রবেশ করিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি (ইউএনও) ঘটনাস্থলে পরিদর্শন করে সরকারি সম্পত্তি বিনষ্টের দায়ে বাড়ির মালিক হালিম হাওলাদারকে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও সড়ক নির্মাণের ঠিকাদার মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন উপস্থিত ছিলেন।