আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সাত বছরের সাজায় ২৪ বছর পলাতক
নিজস্ব প্রতিবেদক ॥
ডাকাতি মামলার সাত বছরের দন্ডিত আসামিকে রায়ের ২৪ বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলার বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দন্ডিত আজগর আলী খানকে (৬০) গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর হোসেন জানান, পটুয়াখালীর একটি আদালত ডাকাতি মামলায় বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মৃত মান্নান খানের ছেলে আজগরকে সাত বছরের কারাদন্ডের রায় ঘোষনা করেন। রায় ঘোষণার আগে থেকেই আজগর পলাতক ছিলেন। পরিদর্শক আরও জানান, গত ২৪ বছর ধরে আজগর পলাতক ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সোনাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে তাকে জেল হাজরে প্রেরণ করা হয়েছে।