আজ শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥
অপহরণের ১৫দিন পর অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে জেলার আগৈলঝাড়া থানা পুলিশ। তবে অপহরনকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পয়সা বন্দর এলাকা থেকে পুলিশ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেছে। এসময় অপহরনকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী অফিসার এসআই মো. শফিউদ্দিন বলেন, উপজেলার মাগুরা গ্রামের আউয়াল বেপারীর ছেলে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আরাফাত বেপারী পার্শ্ববর্তী আহুতি বাটরা গ্রামের রামকৃষ্ণ মন্ডলের মেয়ে ও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে গত ২৮ জানুয়ারি সকালে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় অপহৃতা কলেজ ছাত্রীর বাবা আদালতে মামলা দায়ের করেন।