আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
অবরোধকালীন সময়ে জেলেদের জন্য বকনা বাছুর ও চাল দিয়ে প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন -ভোলায় এমপি মুকুল

অবরোধকালীন সময়ে জেলেদের জন্য বকনা বাছুর ও চাল দিয়ে প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন -ভোলায় এমপি মুকুল

 

অবরোধকালীন সময়ে জেলেদের জন্য বকনা বাছুর ও চাল দিয়ে প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন -ভোলায় এমপি মুকুল

মো. মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধি :

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বুধবার (২৬ জুলাই) বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন সাংসদ মুকুল। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
সাংসদ মুকুল তার বক্তব্যে বলেন, অবরোধকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জেলেদেরকে বকনা বাছুর ও চাল দিয়ে বেকার সমস্যা দূর করেছেন, যা এদেশে নজিরবিহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আছমত আলী মিয়া, সাংবাদিক দিন ইসলাম রুবেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ আরও অনেকে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon