আজ শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় ৫৭ জন শিক্ষককে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৫৭ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে অনুষ্ঠিত সংবর্ধণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সহকারী শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ, জামাল হোসেন গাজী প্রমুখ।