আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
ইসলামী আন্দোলনের তৃনমূল প্রতিনিধি সম্মেলন
নিজস্ব প্রতিবেদক॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল গৌরনদী উপজেলা শাখার তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ একটি রেস্তোরায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আমিনুল ইসলাম।
ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুফতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ এমদাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার সহসভাপতি শেখ শামসুল আলম মিলন, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক সিরাজুল ইসলাম, গৌরনদী-আগৈলঝাড়া আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রাসেল সহ অন্যান্যরা।
সম্মেলনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে করতে দেয়া হবে না বলেও ঘোষনা দেন।