আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:২১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
উজিরপুরে পাঁচ যানের সংঘর্ষ, নিহত-১, আহত-১১

উজিরপুরে পাঁচ যানের সংঘর্ষ, নিহত-১, আহত-১১

 

উজিরপুরে পাঁচ যানের সংঘর্ষ, নিহত-১, আহত-১১

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল ঘর সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষে বাচ্চু সিকদার (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাচ্চু সিকদার উপজেলার বড়াকোঠা ইউনিয়নের লস্করপুর গ্রামের ইউছুফ সিকদারের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী হলেও স্থানীয়ভাবে জনপ্রিয় হা-ডু-ডু খেলোয়াড় ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, সকাল সাতটার দিকে প্রচুর কুয়াশাছিলো।

দুর্ঘটনার সময় বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের গাড়িটি টোলঘরের আগে সড়কের পাশে দাঁড়ানো ছিলো। এসময় পেছনে একটি প্রাইভেটকার এসেও দাঁড়ায়। তখন প্রাইভেটকারটিকে পেছন থেকে পয়সারহাটগামী হাসেম অ্যান্ড সন্স নামে লোকাল বাস স্বজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের মধ্যে চাঁপা পরে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। একইসময় প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়ার পর লোকাল বাসটির সামনের অংশ সড়কের বিপরীত পাশ দিয়ে যাওয়া থ্রি-হুইলার মাহিন্দ্রাকে স্বজোরে ধাক্কা দেয়। তখন মাহিন্দ্রার পেছনে থাকা ইট বহনকারী থ্রি হুইলার ট্রলিটিও এসে মাহিন্দ্রার ওপর পরে। এতে পাঁচটি যানবাহনের ১২ জন যাত্রী আহত হয়। গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মাহিন্দ্রার যাত্রী বাচ্চু সিকদারের মৃত্যু হয়।

দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তিকৃতরা হলেন-উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ইমরান বালী, ইউনুস সিকদার, আলম বালী, সাঁকরাল গ্রামের খোকন হাওলাদার, লস্করপুর গ্রামের মাহিন্দ্রা চালক বেল্লাল হাওলাদার, ডাবেরকুল গ্রামের সাইদুল ইসলাম, বরিশাল নগরীর কলেজ রোড এলাকার সানোয়ার হোসেন, মাদারীপুর জেলা সদরের কবির হোসেন মোল্লা, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার খুকনি গ্রামের হাজী আব্দুস সালাম, হাজী মোকতার হোসেন ও আব্দুল ওয়াদুদ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon