আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
গণতন্ত্রের ধারা বহমান রাখতে অবাধ-সুষ্ঠু নির্বাচন দরকার : তারেক রহমান আমাকে মোয়া বানানো হচ্ছে : সাবেক ডিবিপ্রধান হারুন ড. মুহাম্মদ ইউনূস কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি : প্রেস সচিব পিরোজপুরে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮ কোন সরকারি চাকরিজীবী চাকরি ছাড়ার পর নির্বাচনে অংশ নিতে পারবে না : জামায়াত দিশেহারা আ’লীগ, শীর্ষ নেতারা আত্মগোপনে, বেশিরভাগ ভারতে ঠাঁই! দ্রব্যমূল্য শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে : স্বরাষ্ট্র উপদেষ্টা অবশেষে বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলা এবার ঝালকাঠি উপজেলা পরিষদের সিএ বরখাস্ত বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
উজিরপুরে ৫৩৩টি পরিবারের স্বপ্নপূরণ

উজিরপুরে ৫৩৩টি পরিবারের স্বপ্নপূরণ

 

উজিরপুরে ৫৩৩টি পরিবারের স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিবেদক॥

বরিশাল জেলার উজিরপুর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নদী ভাঙন কবলিত অর্ধশতাধিক পরিবারসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন ৫৩৩টি পরিবারের স্বপ্নপূরন হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ইতোমধ্যে ওইসব পরিবারগুলো সরকারি ঘরে বসবাস করতে শুরু করেছেন।

ফলে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় ইতোমধ্যে ওই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম। উপজেলা নির্বাহী অফিসারের সঠিক মনিটরিংয়ের কারণে প্রকৃত ভূমিহীনরা মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তাদের দীর্ঘদিনের স্বপ্নপূরনের কথা জানিয়েছেন।

ওই উপজেলার একাধিক ভূমিহীন ও গৃহহীনরা জানিয়েছেন, ঘরের জন্য আবেদন করার পর উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন পরিদর্শন করে যাচাই-বাছাই করেছেন। যেকারনে প্রকৃত ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগী পরিবারগুলো।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পকে বাস্তবে রূপান্তর করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে ঘরের জন্য আবেদনকারীদের বাড়িতে গিয়ে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। যেকারণে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা দুই শতক জমিসহ ঘর পেয়েছেন।

ফলশ্রুতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon