আজ বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
এক রাতে চার বসতঘরে চুরি
নিজস্ব প্রতিবেদক ॥
এক রাতে চারটি বসতঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা বসতঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
শনিবার (১৮ মার্চ) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই গ্রামের ইউপি সদস্য করিম লস্কর জানান, গভীর রাতে বার্থী গ্রামের নিতাই চন্দ্র শীল, কাবুল ঢালী, তারেক ঢালী ও প্রবাসী সাইদুল শেখের বসতঘরে সিঁদ কেটে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল।
পরে চার ঘর থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।