আজ বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
কাজী আনোয়ার পারভেজ রানার ৩য় মৃত্যুবার্ষিকী বুধবার
নিজস্ব প্রতিবেদক ॥
দৈনিক আজকের বার্তার সাবেক নির্বাহী সম্পাদক, শিক্ষানবিশ আইনজীবী, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সদস্য মরহুম কাজী আনোয়ার পারভেজ রানার ৩য় মৃত্যুবার্ষিকী বুধবার পহেলা ফেব্রুয়ারি।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ তাঁর স্মরণে পারিবারিকভাবে কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত এর উদ্যোগ নেয়া হয়েছে। কাজী আনোয়ার পারভেজ রানা দৈনিক আজকের বার্তার প্রকাশক মেহেরুন্নেসা বেগম ও সম্পাদক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেজ ছেলে। কাজী আনোয়ার পারভেজ রানা ছিলেন অত্যন্ত সুমিষ্টভাষী ও সদাচরনের এক উদাহরন। তিনি বরিশাল আদালতের একজন মেধাবী শিক্ষানবীশ আইনজীবী ছিলেন।
উল্লেখ্য, তিনি ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বরিশাল মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল। মরহুম কাজী আনোয়ার পারভেজ রানার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার মা-বাবাসহ পরিবারবর্গ।