আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

Logo
কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥

কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউসিবি ব্যাংকের ভরসার নতুন জানালা প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিএসআর অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য কর্মকর্তা মো. আবুল বাসার, প্রানী সম্পদ কর্মকর্তা শেখ আরিফুর রহমান, কৃষি উপসহকারী কর্মকর্তা মিথুন বণিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম মৃধা, শাহাদাত মাতুব্বর, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য। কর্মশালায় ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহন করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon