আজ বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ খেয়াঘাট সংলগ্ন এলাকায় এক তরুনীকে গণধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা এক তরুনীকে হোসনাবাদ খেয়াঘাট এলাকার টোলঘরে নিয়ে গণধর্ষন করে গৌরনদীর সাহেবেরচর গ্রামের নেছার উদ্দিনের ছেলে জামাল হাওলাদার, একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে রহমান হাওলাদার, হারুন মৃধার ছেলে মিরাজ মৃধা ও মহিষা গ্রামের মৃত সোবহানের ছেলে সুজন।
এঘটনায় শনিবার দিবাগত রাতে তরুনীর মা বাদী হয়ে গৌরনদী থানায় গণধর্ষনের মামলা দায়ের করেন। রোববার সকালে সাহেবের চর এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।