আজ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
গৌরনদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ॥
শহিদদের বেদিতে পুষ্পার্ঘ অর্পণসহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এরপরই উপজেলা পরিষদ, পৌরসভা, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রভাত ফেরীতে অংশগ্রহন করে।