আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
গৌরনদীতে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের গৌরনদীতে জাতীয় হিফজুল কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার আলো ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে শনিবার (০৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এএইচএম বেলাল বিন নাসিরের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা আবু সাঈদ, হাফেজ মাওলানাআলী হায়দার সরকার, হাফেজ মাওলানা শেখ রাসেল, হাফেজ মাওলান মোঃ ফাহিম আহমাদ, হাফেজ মোঃ মিরাজুল ইসলাম। প্রতিযোগিতায় দশটি মাদ্রাসার ২৮৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।