আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
বরিশালের গৌরনদী উপজেলার কৃষি, মৎস্য ও প্রানীসম্পদ খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মশালা শেষে ৬০ জন কৃষি উদ্যোক্তাদের মাঝে নয় লাখ টাকার কৃষি উপকরণ ও এক লাখ ২০ হাজার টাকার কৃষি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউসিবি ব্যাংকের ভরসার নতুন জানালা প্রকল্পের আওতায় উপকরণ বিতরনী অনুষ্ঠানে জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শেখ আরিফুর রহমান, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বণিকসহ অন্যান্যরা।