আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

Logo
গৌরনদীতে খাবারে বিষ প্রয়োগ করে ৫টি গাভী হত্যা!

গৌরনদীতে খাবারে বিষ প্রয়োগ করে ৫টি গাভী হত্যা!

 

গৌরনদীতে খাবারে বিষ প্রয়োগ করে ৫টি গাভী হত্যা!

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ রাজু খানের গাভীর ফার্মের খাবারের পাত্রে শত্রুতা উদ্ধারে বিষ প্রয়োগ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ওই খাবার খেয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ৫টি গাভী মারা যায় বলে ফার্মের মালিক রাজু জানান। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

ডায়েরী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ফার্মের ঘরে গরুগুলো রাখা হয়। শনিবার সকালে খাবার খাওয়ানোর জন্য ৫টি গরু ফার্ম থেকে বের করে নিয়ে খাবার খেতে দেয়। সকাল সাড়ে ১১টার দিকে পাত্রের খাবার খেয়ে ৫টি গাভী অসুস্থ্য হয় এবং একে একে মারা যায়।

ফার্মের মালিক ইউপি সদস্য রাজু খান জানান, শত্রুতা উদ্ধারে রাতের আধারে কে বা কারা গরুর খাবারের পাত্রে বিষ ঢেলে দেয় এবং সকালে ওই খাবার খেয়ে ৫টি গরু মারা যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon