আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার দুই হাজার ছয়শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (০৪ ডিসেম্বর, ২০২৩) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বীজ-সার বিতরনের উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, আব্দুর রব হাওলাদার, সৈয়দ নজরুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা আবুল বাশার প্রমুখ।