আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত জংগলপট্টি গ্রামের পৌনে দুই কিলোমিটার মাটির রাস্তা পাকাকরনের উদ্বোধন করা হয়েছে। এলজিইডি’র অর্থায়নে শনিবার সকালে এক কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরনের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসরাফ সেরনিয়াবাত, সাবেক ইউপি সদস্য শাহাদাত হাওলাদার, সুলতান ফকির, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিকদার মহসিন সেন্টু প্রমুখ।