আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে ১৫ আগষ্টে ঘাতকের নির্মম বুলেটি নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা চত্বর থেকে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ওসি মো. আফজাল হোসেন সহ অন্যান্যরা।
একইদিন উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র নেতৃত্বে র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী। অপরদিকে উপজেলার মধ্য জঙ্গলপট্টি পীর বাদশা মিঞা (র.) দাখিল মাদ্রাসার উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।