আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
জাতির পিতার ভাগ্নে, মন্ত্রীর পদমর্যাদায় থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর ৮০তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে কেক কাটা শেষে সাংসদ আবুল হাসানাতের দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।