আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
গৌরনদীতে সেলাই মেশিন প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ॥
হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করার প্রত্যয়ে ও বেকার যুব নারীদের কর্মসংস্থানের লক্ষে গতকাল শনিবার গৌরনদী ক্যাথলিক চার্চে সেলাই মেশিন প্রশিক্ষন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেলাই প্রশিক্ষন সেন্টারের সভাপতি বৈশাখী ম্যান্ডিজের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যথলিক ধর্ম পল্লির পাল পুরোহিত ফাদার রিঙ্কু গমেজ। বক্তব্য রাখেন নোয়েল ম্যান্ডিজ জোসেফসহ অন্যন্যারা। বৈশাখী ম্যান্ডিজ সেলাই প্রশিক্ষন সেন্টারের সভাপতি বৈশাখী ম্যন্ডিজ জানান, গৌরনদীর দক্ষিন বিজয়পুরে প্রথম প্রশিক্ষন সেন্টারের উদ্ধোধন করা হলেও খুব দ্রুততম সময়ের মধ্যে গৌরনদী উপজেলার ১০টি প্রশিক্ষন সেন্টার চালু করা হবে।