আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

Logo
গ্রামপুলিশের ওপর তালাকপ্রাপ্ত পুত্রবধূর হামলার অভিযোগ

গ্রামপুলিশের ওপর তালাকপ্রাপ্ত পুত্রবধূর হামলার অভিযোগ

 

গ্রামপুলিশের ওপর তালাকপ্রাপ্ত পুত্রবধূর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় গ্রাম পুলিশের পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রী কর্তৃক শ্বশুরকে জুতোপেটা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা এবং অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কাজিরহাট বাজারে মোঃ নজরুল ইসলাম চৌকিদার (৫৮) তার পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা হয়। তখন নাতনী মোসাঃ নাবিলা আক্তার (৩) দাদা নজরুলকে দেখামাত্র তার কাছে ছুটে আসে। এ সময় দাদা নাতনীকে দু’টি চিপস কিনে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে তার পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রী মোসাঃ ডলিয়া বেগম (২৫) এবং তার সাথে থাকা মোসাঃ নাসরিন বেগম (২০), মোঃ শাহাদাত মৃধা (২৭), মোঃ মনসুর মৃধা (২২), মোঃ হারুন মৃধা (৪৫), মোসাঃ মমতাজ বেগম (৪২) নজরুলকে জুতোপেটাসহ এলোপাথারি কিল, ঘুষি, চর এবং বুকের উপর লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এ সময় নজরুলের ডাক-চিৎকারে আশপাশে থাকা স্থানীয় শুকু সরকার (২৫), তপন ডাক্তার (৬০), মোঃ বাবুল খান ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। জানা গেছে, ঘটনাস্থলে বসেই প্রকাশ্যে দিবালোকে নজরুলকে খুন জখমের হুমকি দেয় তারা। এ ব্যাপারে কাজিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বর্তমানে গ্রাম পুলিশ নজরুল ভয়-ভীতির মধ্যে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon