আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
জুলাই-আগস্ট গণহত্যা : ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে ফেসবুকে মহানবী (স.)কে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক গণতন্ত্রের ধারা বহমান রাখতে অবাধ-সুষ্ঠু নির্বাচন দরকার : তারেক রহমান আমাকে মোয়া বানানো হচ্ছে : সাবেক ডিবিপ্রধান হারুন ড. মুহাম্মদ ইউনূস কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি : প্রেস সচিব পিরোজপুরে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮ কোন সরকারি চাকরিজীবী চাকরি ছাড়ার পর নির্বাচনে অংশ নিতে পারবে না : জামায়াত দিশেহারা আ’লীগ, শীর্ষ নেতারা আত্মগোপনে, বেশিরভাগ ভারতে ঠাঁই! দ্রব্যমূল্য শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে : স্বরাষ্ট্র উপদেষ্টা অবশেষে বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলা
ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে উত্তাল সাগর : নিরাপদ আশ্রয়ে জেলে ট্রলারগুলো

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে উত্তাল সাগর : নিরাপদ আশ্রয়ে জেলে ট্রলারগুলো

 

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে উত্তাল সাগর : নিরাপদ আশ্রয়ে জেলে ট্রলারগুলো

নিজস্ব প্রতিবেদক ॥

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ি ঘূর্ণিঝড় মোখা শক্তি সঞ্চয় করে এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ওঠছে ১৪০ কিলোমিটার পর্যন্ত। মোখা’র প্রভাবে সাগর উত্তাল হয়ে রয়েছে। সাগরে মাছ শিকার করা জেলেরা ট্রলার ও নৌকা নিয়ে উপকূলের নিরাপদ স্থানগুলোতে আশ্রয় নিয়েছে বলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানিয়েছে।

ফিরে আসা জেলেরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়েছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এমন প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে আমরা তীরে ফিরে এসেছি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, অধিকাংশ জেলেই তীরে ফিরে এসেছে। সমুদ্রে যারা মাছ শিকাররত জেলেদের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানিয়ে দেয়া হযয়েছিলো। আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ সব জেলেরা তীরে ফিরে আসবেন বলে আশা করছি।

আবহাওয়া দপ্তর থেকে সাবধান করা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় বরগুনা জেলায় ২৯৪ টন খাদ্যশস্য মজুদ রাখা হয়েছে। দুর্যোগ পরবর্তী জরুরি ত্রাণ বাবদ ৮ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। ১৪২ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ ব্যয় বাবদ ৪ লাখ ২৬ হাজার টাকা, ২ হাজার কম্বল ও ২হাজার প্যাকেট শুকনা খাবার মজুদ রয়েছে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় বরগুনায় মোট ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮৫টি, আমতলীতে ১১১টি, তালতলীতে ৫৩টি, পাথরঘাটায় ১২৪টি, বেতাগীতে ১১৪টি এবং বামনায় ৫৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে মোট ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন আশ্রয় নিতে পারবেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon