আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন নাসির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক ॥
ঝালকাঠি জেলার পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন মো: নাসির উদ্দীন সরকার। সে জেলার সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (৩০ মে) জেলা পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করে জেলা পুলিশ।
তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, আমাকে এপ্রিল /২০২৩ মাসের ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে পুরস্কৃত করার জন্য পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।