আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

Logo
ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন নাসির উদ্দিন

ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন নাসির উদ্দিন

 

ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক ॥

ঝালকাঠি জেলার পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন মো: নাসির উদ্দীন সরকার। সে জেলার সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (৩০ মে) জেলা পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করে জেলা পুলিশ।

তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, আমাকে এপ্রিল /২০২৩ মাসের ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে পুরস্কৃত করার জন্য পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon