আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

Logo
তিন বিএনপি সমর্থক গ্রেপ্তার

তিন বিএনপি সমর্থক গ্রেপ্তার

তিন বিএনপি সমর্থক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক॥

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ধানডোবা এলাকা থেকে তিন বিএনপি সমর্থককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- আগৈলঝাড়া উপজেলার বাশাইল এলাকার হাদিস ঘরামীর ছেলে পলাশ ঘরামী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আফজাল সিকদারের ছেলে জহিরুল ইসলাম ও মৃত মুজাহারুল ইসলামের ছেলে সোহেল মোল্লা।

গৌরনদী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গত দেড় মাস পূর্বে একটি মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ তিন আসামীকে রোববার রাতে পশ্চিম ধানডোবা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন বলেন, রোববার রাত আটটার দিকে তার ছেলেসহ তিনজনকে বাশাইল বাজার থেকে গ্রেপ্তার করে গৌরনদী থানা পুলিশের সদস্যরা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon