আজ বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
পাওনাদারদের চাপ সইতে না পেরে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক॥
পাওনাদারদের চাপ সইতে না পেরে ঋণগ্রস্ত যুবক প্রতাপ সিকদার (৩৮) বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত প্রতাপ সিকদার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের মৃত প্রফুল্ল সিকদারের ছেলে।
নিহতের ভাই প্রকাশ সিকদার জানিয়েছেন, গ্রামের বিভিন্নজনের কাছ থেকে তার ভাই প্রতাপ সিকদার ধারদেনা করে ঋণে জর্জরিত হয়ে পরে। পাওনাদারদের অব্যাহত চাঁপ সহ্য করতে না পেরে সোমবার বিকেলে পরিবারের সবার অজান্তে বিষপান করে প্রতাপ।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পাশ্ববর্তী কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।