আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষে বরিশালের গৌরনদীতে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে একটি বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে ছাগল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমুখ।
সবশেষে উপজেলার ২৩ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল ও চারজনকে মোট ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।