আজ বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
‘প্রত্যেকে চারটি করে লাগাবো গাছ, সুস্থ্য থাকবো বার মাস’
নিজস্ব প্রতিবেদক ॥
গ্রামীণ ব্যাংক বরিশাল যোনের উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক বরিশাল যোনের ৭৬টি শাখায় সদস্যদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের লক্ষাধিক চারা বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল যোনের যোনাল ম্যানেজার এ,কে,এম ছাইদুর রহমান।
এ সময় গ্রামীণ ব্যাংকের বরিশাল যোনের যোনাল ম্যানেজার এ,কে,এম ছাইদুর রহমান বলেন, প্রত্যেকে চারটি করে লাগাবো গাছ, সুস্থ্য থাকবো বার মাস। এ সময় তিনি সকল সদস্যদের প্রতি বেশি বেশি ফলদ ও বনজ গাছের চারা লাগানোর আহবান জানান।