আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আগৈলঝাড়ায় সভা
নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এপি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে তিনি (হাসানাত) দলীয় নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী চার বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টার জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন।
তিনি আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী উপজেলায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করতে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিসভা করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সকাল আটটার মধ্যে আগৈলঝাড়া উপজেলার দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে পরিবহনযোগে সমাবেশস্থলে রওয়ানা হবার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত প্রমুখ।