আজ বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া হাসিনাকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস আউয়াল কমিশনের পদত্যাগ নলছিটির দপদপিয়ায় বিএনপি নেতা রিমনের চাঁদাবাজী ও দখল বাণিজ্যের অভিযোগ সাবেক আইজিপি মামুন ৮, শহীদুল ৭ দিনের রিমান্ডে বিএনপি আমলে ছাত্রলীগ পরিচয়ে বরখাস্তদের নেতৃত্বে গড়ে ওঠে ‌‘পুলিশ লীগ’ বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু : ইউনিসেফ সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্নার লাশ নিয়ে নতুন তথ্য দিল মেঘালয় পুলিশ রিমান্ডে যে সব চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান জামায়াত-শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না : টিআইবি
প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন রবিবার

প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন রবিবার

 

প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন রবিবার

পল্লী জনপদ ডেস্ক॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ মীরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধন করবেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত থাকবেন- স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায়- ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে।

একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়। বিএনসিসি ও বাংলাদেশ আর্মি (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) ১,০১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে।

প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।

প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুই-লেন বিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পাবলিক রিলেশন অফিস জানায়, প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুইটি ফুল ওভার ব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, একটি ৭.৪০ কিলোমিটার আরসিসি ড্রেন, একটি ১৭৫৫ মিটার আরসিসি পাইপ ড্রেন, ৩৩৮৩ মিটার যোগাযোগ তার, পৃথক সাইকেল লেন ও ছয়টি বাস বে নির্মাণ করা হয়েছে।

প্রকল্পটি হলে মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট লাঘব বলে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon